গাজায় খাদ্য সংকট চরমে, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

0
55

গাজায় অনাহারে মৃত্যু আরও গভীর সংকটে রূপ নিয়েছে। ২৩ জুলাই, বুধবার খাদ্যাভাবে আরও অন্তত ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি আগ্রাসনের পর অপুষ্টিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১১ জনে, যার বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এছাড়া ২৩ জুলাই, বুধবার সন্ত্রাসী ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৩৪ জন সাহায্যপ্রার্থীও ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চলতি বছর অপুষ্টির কারণে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫ বছরের নিচের অন্তত ২১টি শিশু রয়েছে। সংস্থাটি আরও জানায়, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন তারা কোনো খাদ্য সহায়তা পৌঁছাতে পারেনি এবং বর্তমানে কিছু খাদ্য প্রবেশ করলেও তা চাহিদার তুলনায় অনেক কম।

এক বিবৃতিতে মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও রিফিউজিস ইন্টারন্যাশনালের মতো ১১১টি সংগঠন জানায়, “বিধ্বংসী দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে” অথচ গাজার ঠিক বাইরে টনকে টন খাদ্য, পানি ও ওষুধ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যেগুলোর প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে জানান, ক্ষুধা এখন বোমার মতোই মরণঘাতী হয়ে উঠেছে। মানুষ এখন আর পর্যাপ্ত খাবারের জন্য নয়, কেবল কিছু একটা পাওয়ার জন্য আকুতি জানাচ্ছে। স্থানীয়রা এই ক্ষুধাকে একটি ধীর ও যন্ত্রণাদায়ক মৃত্যু” বলে অভিহিত করছেন, যা বর্বর ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত অপচেষ্টার ফল।


তথ্যসূত্র:
1. Hunger crisis deepens in Gaza as 10 more starvation deaths reported
– https://tinyurl.com/2fm6zetw
2. Gazans ‘wasting away’ as mass starvation spreads, humanitarian groups warn
– https://tinyurl.com/tpbu75sy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ৭,৭০০টি মৎস্য খামার প্রতিষ্ঠার উদ্যোগ, পূরণ হবে ৯০% চাহিদা
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিগত এক বছরের অর্জন উপস্থাপন