
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), একইদিনে বুরকিনা ফাসোর ৪টি রাজ্যে কয়েকটি পৃথক হামলা চালিয়েছেন। এতে বহু সংখ্যক জান্তা সদস্য হতাহত হওয়া ছাড়াও মুজাহিদিনরা ৪টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই বৃহস্পতিবার, বুরকিনা ফাসোর কালবিলোগু প্রদেশের স্লানবুরিতে একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে বুরকিনান জান্তা বাহিনীর অন্তত দশ সেনা নিহত হয়।
এদিন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা দেশটির ফাদাঙ্গুরমা প্রদেশের গোমেল এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানে হামলা চালান। ফলশ্রুতিতে ৩ জান্তা সদস্য নিহত হয় এবং অন্য শত্রু সৈন্যরা জীবন বাঁচাতে অবস্থান ছেড়ে পালিয়ে যায়।
এমনিভাবে বৃহস্পতিবার বুরকিনা ফাসোর দেদুগু এবং কিয়া রাজ্যের আরও ২টি শত্রু সামরিক অবস্থানে হামলা চালান ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এরমধ্যে দেদুগু রাজ্যের বারাসরি এলাকায় শত্রু পোস্টে মুজাহিদদের হামলার ঘটনায় ৭ শত্রু সৈন্য নিহত হয়। আর কিয়া রাজ্যের বারসালোঘোতে এদিন শত্রু পোস্টে মুজাহিদদের হামলায় ৩ জান্তা সদস্য নিহত হয়।
এই অভিযানগুলো শেষে মুজাহিদিনরা জান্তা বাহিনী থেকে ৪টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে বিপুল সংখ্যক পিকে, আরপিজি, ক্লাশিনকোভ, মোটরসাইকেল, গোলাবারুদ বাক্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেছেন। এসকল গনিমতের মধ্যে রয়েছে ৩টি পিকা, ২টি আরপিজি, ১৯টি ক্লাশিনকোভ, ১০টি মোটরসাইকেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2dd4ry7y
– https://tinyurl.com/3fzjc6rw


