
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে এক পাবলিক নিলামে আট টন মূল্যবান পাথর বিক্রি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি আফগানি। নিলামকৃত পাথরগুলোর মধ্যে কুনজাইট, কোয়ার্টজ, বেরিল, টুরমালাইন এবং স্ফটিক পাথর অন্তর্ভুক্ত ছিল।
গত ২৬ জুলাই নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার মাউই এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রাদেশিক খনি ও পেট্রোলিয়াম বিভাগের প্রধান মৌলভী সৈয়দ রহিম উমাইর হাফিযাহুল্লাহ জানান, এই পাথরগুলো বিভিন্ন খনি থেকে উত্তোলন করা হয়েছে এবং নিলামের মাধ্যমে এ থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হবে।
তিনি আরও বলেন, ‘এই নিলামের মাধ্যমে শুধু রাজস্ব আয় বৃদ্ধি পায়নি, বরং স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।’
তথ্যসূত্র:
1. Eight Tons of Precious Stones Sold for AFN 150 Million in Nuristan
– https://tinyurl.com/583auua5


