গাজায় সাংবাদিক প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা:গণহত্যা ঢাকতে গণমাধ্যম থেকে গাজাকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা

0
38

গাজায় এক যুগেরও বেশি সময় ধরে চলমান অবরোধ ও নির্মম সামরিক আগ্রাসনের পটভূমিতে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করে ফেলেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। সত্যচিত্র তুলে ধরা রোধ করাই যেন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর সেইসঙ্গে চলছে পরিকল্পিতভাবে জাতিগত নিধন ও দুর্ভিক্ষ চাপা দেয়ার অপচেষ্টা।

গাজার সরকারি মিডিয়া অফিস ২৯ জুলাই, মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, “গাজায় চলমান গণহত্যা এবং দুর্ভিক্ষ গোপন রাখতেই আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সন্ত্রাসী ইসরায়েল।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ গাজায় দুর্ভিক্ষের সত্য অস্বীকার করে বিভিন্ন মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, অথচ বাস্তবে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে স্পষ্টভাবে প্রমাণ করছে যে তারা কোনোভাবেই সত্য প্রকাশ চায় না।”

গাজার মিডিয়া অফিসের বক্তব্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা একটি “সম্পূর্ণ অপরাধ”, যার মাধ্যমে একটি জাতিকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করা এবং প্রমাণ মুছে ফেলা হচ্ছে। এ সময়ে অফিসটি ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে: “সাহস থাকলে সীমান্ত খুলে দাও, গণমাধ্যমকে ঢুকতে দাও — সত্য নিজেই কথা বলবে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৪৭ জন মানুষ অপুষ্টিতে শহীদ হয়েছে, যার মধ্যে ৮৮ জনই শিশু। আর গত ৯ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে শহীদ হয়েছে ৬০,০০০ এরও বেশি ফিলিস্তিনি, যার অধিকাংশই নারী ও শিশু।

সোমবারই দুটি ইসরায়েলি মানবাধিকার সংগঠন — B’Tselem ও Physicians for Human Rights-Israel — ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জানিয়ে বলেছে, “ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করছে এবং এটি একটি কাঠামোগত সমাজ ধ্বংসের পরিকল্পনা।”

এদিকে ১৮ বছর ধরে অবরুদ্ধ গাজায় মার্চ ২০২৫ থেকে সব ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল, ফলে মানবিক সাহায্য প্রবেশ অসম্ভব হয়ে পড়েছে। এতে প্রায় ২৪ লক্ষ মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।


তথ্যসূত্র:
1. Israel blocking international press to conceal genocide, starvation in Gaza, authorities say
– https://tinyurl.com/38ry2eu3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইহুদিবাদী বর্বরতায় গাজায় শহীদের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
পরবর্তী নিবন্ধনাইজার || রাজধানী নিয়ামির নিকটতম জান্তার সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম