বুরকিনা ফাসোর পিবাওরি এলাকার কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন মুজাহিদিনরা

0
109

আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে একইদিনে দুটি শত্রু সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা যায়। এসময় মুজাহিদদের হামলায় বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়ার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রবিবার ভোরে, মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যের পিবাওরি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। ফলে ঘটনাস্থলে জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে একটি সংক্ষিপ্ত লড়াই শুরু হয়। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে অন্তত ৩ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা ভয়ে সামরিক অবস্থান ছেড়ে পালাতে শুরু করে।

মুজাহিদিনরা পলায়নপর শত্রুর এই দলটিকে পিবাওরি এলাকার শেষ সীমন্ত পর্যন্ত তাড়া করেন। শত্রু বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে পিবাওরি এলাকার কেন্দ্রস্থল ও গোলচত্বর থেকে জান্তা সমর্থিত সরকারি পতাকা নামিয়ে ফেলেন।

একই দিন সন্ধ্যায়, রাজ্যটির ফনসা গ্রামে জান্তা বাহিনীর আরও একটি সামরিক অবস্থানে আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে আরও কতক জান্তা সদস্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। জান্তা বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানটির নিয়ন্ত্রণ নেন।

উভয় এলাকায় অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু অবস্থান থেকে বেশ কিছু অস্ত্র এবং অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। এসবের মধ্যে রয়েছে ৪টি রাইফেল, ১টি আরপিজি, ৭টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল, ২টি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরণের অন্যান্য অস্ত্র সহ অসংখ্য গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/57v49s53

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ায় বিগত ১ বছরে ৬১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষর করেছে
পরবর্তী নিবন্ধএক বছরে ২০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ