
ভারতের গজলডোবার ব্যারেজে গেট খুলে দেওয়ায় পাহাড়ি ঢলে ডালিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। এ কারণে আবারো ভোগান্তিতে পড়েছেন রংপুরের গঙ্গাচড়ার তিস্তা তীরবর্তী বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির স্তর ছিল ৫২.২০ মিটার, যেখানে বিপদসীমা ৫২.১৫ মিটার। অথচ মাত্র কয়েক ঘণ্টা আগেও তা ছিল বিপদসীমার নিচে।
সরেজমিনে গণমাধ্যমের রিপোর্টে উঠে আসে, শুধু ঘরবাড়ি নয়, পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাটও। চরশংকরদহ, বিনবিনা, পশ্চিম ইচলী, গজঘন্টা, মটুকপুর, নোহালী ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের চরশংকরদহ গ্রামের কৃষক জাহেদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, ভারত আমাদের বন্যায় ডুবিয়ে মারে, আবার খরায় শুকিয়ে মারে। মাত্র দুই মাস আগে খরায় আমার জমিতে ধান গজায়নি, আর এখন অতিরিক্ত পানিতে সব ডুবে গেছে।
তথ্যসূত্র:
১. ভারতের পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিস্তা, বন্যার আশঙ্কা
– https://tinyurl.com/yptthdmd


