
পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার আশপাশে সামরিক বাহিনীর কনভয় ও ২টি পোস্ট লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) মুজাহিদিনরা। এই হামলার ঘটনায় দেশটির অন্তত ৭ সৈন্য নিহত এবং ২টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ জানান, গত ৩০ জুলাই বুধবার, পাকিস্তানের খাইবার এজেন্সির কয়েকটি এলাকায় মুজাহিদিনরা একটি সমন্বিত সামরিক অপারেশন চালিয়েছেন। মুজাহিদিনরা এদিন সকাল ৯টায় অঞ্চলটির মোমান্দ ঘোজ এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে লেজার বন্দুক দিয়ে আক্রমণ চালান। এতে ২ শত্রু সেনা নিহত এবং আরও কতক সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা মৃতদেহগুলো ফেলে রেখেই নিজেদের জীবন বাঁচাতে সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে যায়।
এই ঘটনার পর, সামরিক পোস্ট থেকে শত্রু সেনাদের মৃতদেহগুলো উদ্ধারের লক্ষ্যে, ৩টি গাড়ি নিয়ে গঠিত শত্রু বাহিনীর অন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রাক বাংলা নামক এলাকায় এই দলটি মুজাহিদদের অতর্কিত আক্রমণের শিকার হয়, যেখানে শত্রু বাহিনী এবং মুজাহিদদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র লড়াই সংঘটিত হয়। এসময় মুজাহিদদের ভারী আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়। সেই সাথে শত্রু বাহিনীর দুটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং বেঁচে যাওয়া সৈন্যরা গাদাগাদি করে অন্য সামরিক যানটিতে চড়ে পালিয়ে যায়।
মুজাহিদিনরা শত্রু বাহিনীর এই দলটিকে তাড়া করতে করতে শামসু কালী পোস্ট পর্যন্ত পৌঁছান, যেখানে আক্রমণের শিকার শত্রু সৈন্যরা আশ্রয় গ্রহণ করে। পরে মুজাহিদিনরা এখানেও সামরিক পোস্ট লক্ষ্য করে ভারী আক্রমণ চালান, এসময় মুজাহিদদের স্নাইপার হামলায় নিশ্চিতভাবে ১ শত্রু সৈন্য নিহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/msefnfsj


