বুরকিনায় মুজাহিদদের নিয়ন্ত্রণে শত্রু সামরিক ব্যারাক: অন্তত ৪০ শত্রু সৈন্য নিহত

0
74

বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে বীরত্বপূর্ণ এক অভিযানের মাধ্যমে শত্রু বাহিনীকে হটিয়ে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এসময়
মুজাহিদদের হামলায় দেশটির জান্তা বাহিনীর অন্তত ৪০ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সোমবার বিকালে, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া প্রদেশের দারগুইতে শহরে একটি বৃহৎ পরিসরে একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়, এতে অংশ নেন ‘জেএনআইএম’এর শতাধিক মুজাহিদ, যারা কয়েকটি সামরিক গাড়ি ও মোটরসাইকেল চড়ে ভারী এবং মাঝারি অস্ত্র ব্যবহার করে ঘাঁটিটিতে স্থল অভিযান শুরু করেন।

মুজাহিদিনরা প্রথমে বিভিন্ন দিক থেকে সামরিক ঘাঁটিটিকে ঘিরে ধরেন এবং পরে জান্তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন। এতে জান্তা ও মুজাহিদদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, একপর্যায়ে জান্তা বাহিনী পিছু হটতে শুরু করে। কিন্তু ততক্ষণে তাদের কয়েক ডজন সৈন্য মুজাহিদদের হামলায় নিহত ও আহত হয়েছে।

আয-যাল্লাকার প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, মুজাহিদদের এই হামলায় শত্রু বাহিনীতে নিহতের সংখ্যা অন্তত ৪০ সৈন্য। পরবর্তীতে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে হামলায় নিহত জান্তা বাহিনীর সদস্য সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে, এছাড়াও অসংখ্য সৈন্য আহত এবং নিখোঁজ হয়েছে।

জেএনআইএম এর তথ্য অনুযায়ী, মুজাহিদিনরা এই অভিযান শেষে জান্তা বাহিনী থেকে ৩টি পিকে মেশিনগান, ৪২টি একে অ্যাসল্ট রাইফেল, নয়টি মোটরসাইকেল এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেছেন। এছাড়াও শত্রু বাহিনীর কয়েকটি সামরিক তাবু, সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/wfhc9t63

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বাগলান প্রদেশে অন্ধ ও বধির শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাকেন্দ্র উদ্বোধন
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা মুসলিমদের নিপীড়ন করছে আরাকান আর্মি