বাংলাদেশের সব গরুই ভারতের বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সন্ত্রাসী দল বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া।
তিনি বলেন, বিশ্বে গরুর গোস্ত বিক্রির সবচেয়ে বড় দেশ বাংলাদেশ। এই গরুগুলো সব আমাদের গরু।
সোমবার (২ মার্চ) ভারতের আসামের এই রাজনীতিক বিধানসভায় এ দাবি করেন। খবর এনডিটিভি ও এই সময়ের।
হিন্দুত্ববাদী বিজেপির এই নেত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ফলেই বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আসামের ভেতর দিয়েই এই কাজ হয়ে আসছে।
গোমূত্র ও গোবরেই মারণরোগ করোনাভাইরাস দমন সম্ভব মন্তব্য করে সুমন হরিপ্রিয়া বলেন, আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে। আমার মনে হয় গোমূত্র ও গোবর দিয়ে করোনাভাইরাস দমনও সম্ভব।