মসজিদে ঢুকে ইমামকে মারধর করেছে উত্তরপ্রদেশ পুলিশের এক সাব ইন্সপেক্টর। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-এক পুলিশ সাব ইন্সপেক্টর ওই ইমামের জামা ছিড়ে দিয়েছে। সেইসঙ্গে তাকে মারধর করছে। মসজিদের সামনে দাঁড়িয়ে ইমাম স্থানীয় জনগণকে ঘটনাটির কথা জানান। ইমাম বলেন, ওই পুলিশ সাব-ইন্সপেক্টর হঠাৎই মসজিদে ঢুকে পড়ে এবং তাকে গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে মারধোর শুরু করে। এক পর্যায়ে তাকে গুলি করার হুমকিও দেয়। ভিডিওটিতে দেখা যায়, একদিকে পুলিশ সদস্যরা দাঁড়িয়েছে অন্যদিকে স্থানীয় জনতা পুলিশ অফিসারের এই অমানবিক আচরণের প্রতিবাদ জানাচ্ছেন।
গোরখপুর জেলার ওই মসজিদের মুসুল্লিরা মসজিদে ঢুকে ইমামকে মারধরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিল করেন।
কেন ইমামকে মসজিদের ভেতর ঢুকে মারধর করা হল; এই প্রশ্নে পুলিশ ইমামের বিরুদ্ধে লকডাউনের কথিত নিয়মভঙ্গ করার মত ঠুনকো অভিযোগ দাঁড় করিয়েছে।