বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিম বিদ্বেষ এখন নিয়মিত ঘটনা। এরই ধারাবাহিকতায় এবার জাম্বিয়ায় জোব্বা পরে সংসদ ভবনে প্রবেশ করায় পার্লামেন্টের সদস্য মুনির জুলুকে সংসদ থেকে বের করে দেয়া হয়েছে। ঐ সাংসদ জোব্বা পরিধান করে সংসদে প্রবেশ করেছিলেন। জাম্বিয়ায় জুব্বাকে তোব নামে ডাকা হয়।
ভুক্তভোগী এই মুসলিম সাংসদ বলেন, তিনি দেশটির স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত। এবং এ ধরনের পোশাক অনুমোদিত।
এরপরও শুধুমাত্র ইসলামিক পোশাক পরিধান করেছে বলেই জাম্বিয়া সংসদের স্পিকার ঐ সাংসদকে বের করে দেয়।
তথ্যসূত্র:
======
Parliament sends Munir Zulu away for wearing Muslim robe-
https://tinyurl.com/mry4std7