২০২২ সালের প্রথম মাসেই ৫০৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার জায়নিস্ট ইসরাইল। তাদের মধ্যে ৫৪ জন শিশু ও ৬ জন নারী রয়েছে। বেশিরভাগই গ্রেফতার করা হয়েছে দখলকৃত জেরুজালেম থেকে।
সর্বশেষ আপডেট অনুযায়ী, ৪৫০০ ফিলিস্তিনিকে বন্দী করে রেখেছে সন্ত্রাসী ইসরাইল। তাদের মধ্যে ৩৪ জন নারী এবং ১৮০ জন অপ্রাপ্তবয়স্ক শিশু।
এছাড়াও বিনা বিচারে আটকে রাখা হয়েছে ৫০০ ফিলিস্তিনিকে। বছরের পর বছর পার হলেও আদালতে তুলা হচ্ছে না তাদের।
বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ৪৯৯ জনকে ২০ বছরের কারাদণ্ড এবং ৫৪৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বাকীদের বিভিন্ন মেয়াদে বন্দী করে রেখেছে সন্ত্রাসী ইসরাইল।
কথিত উন্নতি আর পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা জালিমদের করেছে আরও বর্বর আগ্রাসী ও হিংস্র। এসব জুলুম আগ্রাসন রুখে দিতে মুসলিম যুব সমাজকে নববী মানহাজের অনুসরণের জন্য দীর্ঘ দিন ধরেই আহ্বান জানিয়ে আসছেন উম্মাহ দরদি আলিমরা।
তথ্যসূত্র:
=====
In January 2022, ‘Israel’ arrested 504 Palestinians, including 54 children- https://tinyurl.com/yckrwexv