মুসলিম ছাত্রীদের বিপাকে ফেলতে হিজাব নিয়ে দীর্ঘ শুনানির পর কর্নাটক হাইকোর্টের ফুল বেঞ্চ রায়দান রিজার্ভ রেখেছে। আর এই ঝুলে থাকা অবস্থায় হিজাব বিতর্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্থানে।
গত শুক্রবার (০৪/০৩/২২) দক্ষিণ কর্নাটকের ম্যাঙ্গালুরু জেলায় দু’টি সরকারি কলেজে ওড়না নিয়ে বিতর্ক বেঁধে যায় দু’দল ছাত্রের মধ্যে। পি দয়ানন্দ কলেজে পরীক্ষার দিন শুরু হয় গোলমাল। একদল মুসলিম ছাত্রী ওড়নাকে মাথার উপর তুলে দিয়ে কলেজে আসে। ওড়না মাথায় দেওয়াতেও তাদের আপত্তি। যদিও কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ওড়না মাথায় দিয়ে আসার অনুমতি দিয়ে রেখেছে। দু’টি কলেজে এই ধরনের গোলমাল হয়েছে।
ছাত্রীদের বক্তব্য, আমরা দীর্ঘ সময় থেকে ওড়না মাথায় ঢেকে কলেজে আসছি। ওড়নাকে হিজাব ভেবে ঝামেলা পাকাচ্ছে একদল হিন্দু ছাত্র। মনে হয় আমাদের কলেজে হিজাব বিতর্ক শুরু করার জন্য তাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য এই ধরনের গোলমালের ভয়ে বহু কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীরা হিজাব ব্যবহার বন্ধ রেখেছে। কিন্তু এই কলেজে হিজাব ছেড়ে এবার ওড়নার পিছনে পড়েছে কট্টরবাদী হিন্দুরা। তাদের দাবি ওড়না ঘাড়ের উপর উঠবে না। যদিও প্রিন্সিপাল তাদের ওড়না মাথায় তোলার অনুমতি দিয়ে রেখেছে।
এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবারে হিজাব পরায় কয়েকজন মুসলিম ছাত্রীকে কয়েকজন হিন্দু যুবক হয়রানি করেছে। তারা স্কার্ফ পরে ম্যাঙ্গালুরুর সরকারি প্রথম শ্রেণির কলেজে পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিল। সেখানেই তাদের প্রকাশ্যে হেনস্থা করা হয়। যদিও কলেজের অধ্যক্ষ ছাত্রীদের দোপাট্টায় পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিল। তবুও সন্ত্রাসী সংগঠনগুলির সঙ্গে জড়িত হিন্দু যুবকদের একটি দল মেয়েদের এভাবে হয়রানি করে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোশাকের শালীনতা বজায় রাখতে গিয়ে ভারতের মতো কথিত গণতান্ত্রিক ও মুখোসধারী ধর্মনিরপেক্ষ দেশে এভাবেই মুসলিরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। এমতাবস্থায় মুসলিমদেরকে ধর্মীয় বিধানে কোনরুপ ছাড় দেওয়ার মনমানসিকতা পরিহার করে পরিপূর্ণ ইসলামের উপর অটল থাকার আহ্ববান জানিয়েছেন হক্কানী উলামায়ে কেরাম। কেননা যতই ছাড় দেওয়া হোক অমুসলিম কখনোই মুসলিমদের উপর সন্তুষ্ট হবে না।
তথ্যসূত্র:
——–
১। এবার ওড়নাতেও আপত্তি কর্নাটকের এক কলেজে
https://tinyurl.com/2w3u3u58
কুরআনের ভাষায়, ইহুদি এবং নাসারা কখনই তোমার প্রতি সন্তুষ্ট হবেনা যদি না তুমি তাদের দ্বীন গ্রহণ কর।
এই আতই আমাদের উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট। ভারতের মুসলিমদের এখন সময় হয়েছে মালাউন হিন্দুদের উচিৎ শিক্ষা দেওয়ার।আমি ভারতের মুসলিমদেরকে বলবো ভারতের গুরুত্বপূর্ণ স্থান সব আপনাদের হাতে, ভারত আপনাদের জন্মভুমি। ভারত মুসলিমদের। মুসলিমরা ভারতকে ৮০০বছর শাসন করেছে।হিন্দুদের কোনো অবদান নেই ভারতে। আপনারা আপনাদের অস্রশস্র নিয়ে তাদের মুকাবেলা করুন দেখবেন মালাউনরা কিভাবে পালাচ্ছে। আপনাদের সামনে দাড়ানোর হিম্মতই নেই তাদের। এখনো সময় আছে। জেগে উঠুন এবং আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ুন। এবং আল্লাহর সত্যবাদি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। তাহলে দেখবেন আল্লাহ আমাদের থেকে লাঞ্ছনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। না হলে এই লাঞ্ছনা আমাদের উপর চাপিয়ে দিবেন। আমরা লাঞ্ছিত হতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা দ্বীনের (জিহাদের) দিকে ফিরে না আসবো।আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।