গাজায় নিহত ইসরায়েলি সেনাদের লাশ থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ! এতে লাশ সংরক্ষণে বেশ বেগ পাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি সেনাদের লাশ থেকে এমন অসহনীয় দুর্গন্ধ নির্গত হওয়ার কারণে দায়িত্বে নিয়োজিত সেনারা বেশ অবাক হয়, ফলে তারা নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লাশ সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত এক ইসরায়েলি সেনা বলছে, ‘আমাদের সৈন্যদের মৃতদেহ সংরক্ষণ করতে বেশ সমস্যা হচ্ছে, কারণ লাশগুলো খুব অপ্রীতিকর গন্ধ ছড়াচ্ছে। অথচ নিহত লাশগুলোর এখনও একদিন পার হয়নি!’
ভিডিও ধারণ করার সময় লাশগুলোর দুর্গন্ধে ওই সেনাকে নিজের নাক-মুখ আড়াল করতে দেখা যায়।
ইসরায়েলি সেনার বর্ণনায় স্পষ্ট যে, হিমাগারে রাখার পরেও নিহত ইসরায়েলি দখলদার সেনাদের লাশ থেকে স্বাভাবিকের চেয়ে কম সময়ের মধ্যেই অতিরিক্ত ও তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
তথ্যসূত্র:
1. Israeli soldiers are died each day since 7 October
– https://tinyurl.com/45xesax6