প্রথমবারের মতো কমান্ডো বাহিনী সেন্টার উদ্বোধন করল আফগানিস্তান

0
437

আফগানিস্তানে উন্নত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে প্রথমবারের মতো স্পেশাল ফোর্স বা কমান্ডো বাহিনী সেন্টার চালু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। কমান্ডো বাহিনীর কার্যক্রম প্রথমে রাজধানী কাবুলে ও পরবর্তীতে দেশজুড়ে চালু করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ২০ মে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাবুলের উন্নত নিরাপত্তা রক্ষার জন্য স্পেশাল ফোর্স সেন্টার চালু করা হয়েছে। এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। সামনে দেশটির অন্যান্য প্রদেশেও অনুরূপ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।

জানা যায়, বিশেষ এই কমান্ডো বাহিনীকে আধুনিক উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালনের জন্য পেশাদার প্রশিক্ষণ দেয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. افتتاح نخستین کندک قوماندانی عمومی قوت های خاص در کابل
https://tinyurl.com/5xp5hwxj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২১ মে, ২০২৪
পরবর্তী নিবন্ধজেনিনে ইসরায়েলি হামলায় ডাক্তার, শিক্ষক, ছাত্রসহ সাত ফিলিস্তিনি নিহত