ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে বুলডোজার দিয়ে ১১টি বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতের পুলিশ। শুধু তাই নয়, কোরবানির জন্য আনা দেড় শতাধিক গরু আটক করেছে তারা। কোরবানির জন্য গরু জড়ো করা ও গো-হত্যার ‘অভিযোগে’ একজনকে গ্রেপ্তার করেছে, হন্যে হয়ে অপর ১০ জনকে খুঁজছে পুলিশ।
১৩ জুন, বৃহস্পতিবার পুলিশের নির্দেশে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলা জেলায়।
মান্দলা জেলা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কোরবানির জন্য নইনপুরের ভাইওয়াহি এলাকায় গরু এনে রাখার তথ্য পেয়েই পুলিশ অভিযান চালায় এবং ১৫০টিরও বেশি গরু আটক করে। আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ১১টি বাড়ি।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ-গোশত, ডিম বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি ২০১২ সালে ‘গো-হত্যা প্রতিরোধ আইন’ কঠোর করা হয়েছে রাজ্যে। গরুর গোশত কেনা-বেচা নিষিদ্ধ। যদি কেউ ‘গো-হত্যা’য় অভিযুক্ত হয়, তবে ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে।
তথ্যসূত্র:
1. Nearly a dozen houses bulldozed in Mandla, Madhya Pradesh after police find beef in fridge
– https://tinyurl.com/35bwr3wb