পূর্ব আফ্রিকায় আশ-শাবাব মুজাহিদদের যুদ্ধ করার সক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।এতে এই অঞ্চলের সম্পদ লুট করতে আসা পশ্চিমা শক্তি ও তাদের সমর্থিত স্থানীয় বাহিনী সবচেয়ে খারাপ রক্তপাতের মুখোমুখি হচ্ছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২৭ অক্টোবর এই শত্রু বাহিনীকে লক্ষ্য করে অন্তত ৮টি পৃথক অভিযান পরিচালনা করছেন। এসকল অভিযানের ৪টিতেই অন্তত ২৫ শত্রু সেনা হতাহত হয়েছে।
সূত্রমতে, মুজাহিদিনরা এদিন রাজধানী মোগাদিশুর কারান জেলায় শত্রু সমাবেশ লক্ষ্য করে ২টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটান। উচ্চপদস্থ কর্মকর্তা ও অফিসারদের উপস্থিতিতে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ শত্রু সৈন্য নিহত হয়। সেই সাথে মোগাদিশু সরকারের ৭ম ডিভিশনের প্রধান আগাদব সহ আরও ৭ সৈন্য আহত হয়।
এদিন দক্ষিণ সোমালিয়ার বে রাজ্যের বাইদোয়া বিমানবন্দরে ইথিওপিয়ান সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও বোমা হামলা চালান মুজাহিদগণ। এতে ক্রুসেডার ইথিওপিয়ান সেনাবাহিনীর অন্তত ৩ সৈন্য নিহত এবং ৪র্থ এক সৈন্য আহত হয়।
এদিকে হিরান রাজ্যের বালদাউইন শহরেও এদিন একটি সফল অভিযান পরিচালনা করেন মুজাহিদগণ। অভিযানটি এই অঞ্চলের প্রশাসনিক মুখপাত্র অফিস লক্ষ্য করে চালানো হয়। এতে মুখপাত্র গোডেন এবং তার দৃই দেহরক্ষী গুরুতর আহত হয়।
এমনিভাবে কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি সামরিক ব্যারাকে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদগণ। জানাই-আব্দি এলাকায় অবস্থিত উক্ত শত্রু ব্যারাকে মুজাহিদদের অতর্কিত আক্রমণে অন্তত ২ সৈন্য নিহত এবং ৩ সৈন্য আহত হয়।
এদিন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন রাজধানী মোগাদিশু, দার্কিনালী, ওয়াজিদ ও বালদাউইন শহরগুলোতেও অন্তত আরও ৫টি অপারেশন পরিচালনা করছেন।