কেন্দ্রীয় হামা সিটির দরজায় বিজয়ের কড়া নাড়ছেন মুজাহিদিনরা

1
524

উত্তর সিরিয়ার আলেপ্পো সিটিতে শুরু হওয়া রদ্দুল উদওয়ান অপারেশন এখন বিজয়ের কড়া নাড়ছে দেশের কেন্দ্রীয় অঞ্চল হামা সিটির সেন্ট্রাল শহরের দরজায়।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব এবং আলেপ্পোর বিজিত অঞ্চলে চিরুনী অভিযান শেষে নিরাপত্তা নিশ্চিত করার পর, মুজাহিদিনরা হামা সিটির দিকে অগ্রসর হতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর সকালে অঞ্চলটিতে মুজাহিদিনরা যখন অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তখন ব্যর্থ প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করে আসাদ বাহিনী। কিন্তু মুজাহিদদের আত্মঘাতী ড্রোন আর ভারী আর্টিলারি হামলার সামনে আসাদ বাহিনীর প্রতিরক্ষা লাইন ভেঙে যায় এবং দূর্বল হয়ে পড়ে। আর এই সুযোগেই মুজাহিদিনরা দুপুরের পর থেকে স্থল পথে উত্তর ও পূর্ব হামায় তীব্র আক্রমণ চালানো শুরু করেন। এতে সোমবার রাত পর্যন্ত মুজাহিদদের হাতে পতন ঘটে আসাদ নিয়ন্ত্রিত হামা সিটির অন্তত ২১টি এলাকার। আর এসকল এলাকায় মুজাহিদদের তীব্র আক্রমণে আসাদ বাহিনীর ৩ শতাধিক সৈন্য নিহত এবং ১২ শতাধিক সৈন্য আহত হয়।

হামায় মুজাহিদদের এই অগ্রগতি ৩ ডিসেম্বর মঙ্গলবারও চলমান রয়েছে। স্থানীয় সূত্রমতে, এই অঞ্চলে আজ দুপুর পর্যন্ত মুজাহিদিনরা আসাদ বাহিনী থেকে ৫টি গুরুত্বপূর্ণ শহর সহ অন্তত ১৩টি এলাকা মুক্ত করেছেন। এসময় মুজাহিদদের আর্টিলারি, ড্রোন এবং স্থল অভিযানে শত্রু বাহিনীর অন্তত ১১০ সেনা নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে। একই সাথে মুজাহিদিনরা খানাস এবং হামা ফ্রন্টের মধ্যবর্তী গ্রামগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন।

হামা সিটির কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে মুজাহিদিনরা

মুজাহিদিন কর্তৃক মুক্ত এসব এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ শহরগুলোত হচ্ছে সুরান, হালফায়া, তাইয়্যিবাত আল-ইমাম, মার্দেস এবং মুরাইউই এর মত বড় বড় ৫টি শহর। বর্তমানে হামা সিটির কেন্দ্রীয় অঞ্চলের উপকন্ঠের অন্তত ৯টি এলাকায় মুজাহিদদের তীব্র অভিযান অব্যাহত রয়েছে। এরমধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে কিমহানা শহর, যাকে কেন্দ্রীয় হামা শহরের দরজা বলা হয়। মুজাহিদিনরা এই শহরটি বিজয়ের মধ্য দিয়ে হামা সিটির মূল শহরে আঘাত করতে শুরু করবেন। আর এই লক্ষ্যে মুজাহিদদের আর্টিলারি ব্রিগেড রাশিয়ান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত খমেইমিম বিমান ঘাঁটিকে ক্রমবর্ধমানভাবে হুমকি দিচ্ছেন। বর্তমানে মুজাহিদিনরা সামরিক এই বিমান ঘাঁটি থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

আলেপ্পো, ইদলিব এবং হামা সিটির সর্বশেষ আনুমানিক পরিস্থিতি নিয়ে ৩ ডিসেম্বর বিকালে প্রকাশিত মানচিত্র দেখুন:

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাল সন্ত্রাসী ইসরায়েল, নিহত ১১
পরবর্তী নিবন্ধ৪টি প্রদেশে শীতার্তদের সহায়তার উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার চুক্তি স্বাক্ষর