
সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃহৎ পরিসরে সামরিক অপারেশন শুরু করছেন আল-কায়দা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা গত কয়েক সপ্তাহে রাজ্যটির কয়েকশো কিলোমিটার এলাকা শত্রু মুক্ত করতে সক্ষম হয়েছেন।
সূত্রমতে, গত ৫ মার্চ বুধবারেও, মধ্য শাবেলি রাজ্যের একাধিক এলাকায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে সামরিক অপারেশন পরিচালনা করেছেন আশ-শাবাব মুজাহিদিনরা। এসময় মুজাহিদিনরা রাজ্যটির প্রশাসনিক রাজধানী জোহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ওয়ার্সিজ শহরের দিকেও অগ্রসর হন।
এদিন মুজাহিদদের একটি দলটিকে শহরের দিকে এগিয়ে আসতে দেখে, ওয়ার্সিজ শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা মোগাদিশু বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। শহর ছেড়ে মোগাদিশু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা কোনো যুদ্ধ ছাড়াই শহরের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে মুজাহিদিনরা চিরুনি অভিযান পরিচালনা করতে শহরে ছড়িয়ে পড়েন এবং অভিযান শেষে শহরকে স্থিতিশীল বলে ঘোষণা করেন। এসময় মুজাহিদিনরা শহরটির বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য যে, মধ্য শাবেলি রাজ্যে মুজাহিদদের সাম্প্রতিক অভিযানগুলো বাহিনী ও একে সমর্থনকারী গুরগুর্ত মিলিশিয়াদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে, ফলে শত্রু বাহিনী এখন যুদ্ধের সম্মুখ সারি থেকে পিছু হটতে শুরু করেছে।