ভারতে ফের করোনা সংক্রমণ, এক সপ্তাহে বেড়েছে ১২০০ শতাংশ

0
40

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন, যেখানে গত ২২ মে এই সংখ্যা ছিল মাত্র ২৫৭। ১ জুন, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ জন। আর এই বাড়বাড়ন্তে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলো হচ্ছে কেরালা, মহারাষ্ট্র ও দিল্লি।

এনডিটিভি বলছে, সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই ভারতে ৬৮৫টি নতুন সংক্রমণ এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে: কেরালায় ১৮৯ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। রাজ্যটিতে মোট সক্রিয় রোগী ১ হাজার ৩৩৬ জন।

এছাড়া মহারাষ্ট্রে ৪৬৭, দিল্লিতে ৩৭৫, গুজরাটে ২৬৫, কর্ণাটকে ২৩৪, পশ্চিমবঙ্গে ২০৫, তামিলনাড়ুতে ১৮৫ এবং উত্তরপ্রদেশে ১১৭ জন আক্রান্ত রোগী রয়েছে। অন্যদিকে রাজস্থান (৬০), পুদুচেরি (৪১), হরিয়ানা (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭) ও মধ্যপ্রদেশে (১৬) কোভিড আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চলতি বছরে ২৬ জন কোভিডে মারা গেছে।

ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) জানিয়েছে, পশ্চিম ও দক্ষিণ ভারতে কোভিড রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট পাওয়া গেছে। আইসিএমআর প্রধান ড. রাজীব বেহেল বলেছে, এই সাবভেরিয়েন্টগুলোই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।

এদিকে ৩১ মে, শনিবার ভারতে ৪ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতরা দিল্লি, কেরালা, কর্নাটক এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। আর উত্তরপ্রদেশে ২৩ বছরের এক যুবকেরও মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ নিয়ে মোট ২৬ জন কোভিড আক্রান্তের মৃত্যু হলো।


তথ্যসূত্র:
1.India’s Covid Cases Rise Over 1,200% In A Week. What’s Driving The Surge
– https://tinyurl.com/2z4fp9za
2. What‍‍`s driving the fresh Covid surge in India
– https://tinyurl.com/2rj6rud2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের গুলি, নিহত ৪০
পরবর্তী নিবন্ধভর্তি পরীক্ষায় ছাত্রশিবিরের হেল্প ডেস্কে ছাত্রদলের হামলা; আহত ০৯ জন