নেদারল্যান্ডসে ‘রেড লাইন’ আন্দোলনে লাখো মানুষের ঢল

0
84

গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্য হেগ শহরে বিক্ষোভ করেছে লক্ষ লক্ষ মানুষ। ১৫ জুন, রবিবার আয়োজিত ‘রেড লাইন’ নামে এই বিক্ষোভে অংশ নিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ।

এদিন দ্য হেগের রাজপথ বেয়ে মিছিল করে তারা পৌঁছায় আন্তর্জাতিক বিচার আদালতের সামনে, যেখানে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার শুনানি চলছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিবাদের অন্যতম আয়োজক ছিল। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, এই প্রতীকী রেড লাইন দেখাতে চায়, সরকার এখনো দখলদার ইসরায়েলের আগ্রাসন থামাতে কার্যকর কোনো লাল রেখা টানতে পারেনি।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বক্তৃতা দিয়েছে এবং ব্যানার-প্ল্যাকার্ড হাতে আদালতের পাশ দিয়ে পদযাত্রা করেছে। অনেকেই গাজায় নিহত শিশুদের ছবি বহন করে।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেছে, এই ‘অভূতপূর্ব’ সংখ্যার মানুষ যেভাবে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে, আমরা তা দেখেছি, শুনেছি। আমাদের লক্ষ্য একটাই—গাজায় মানবিক দুর্দশা দ্রুত শেষ করা।

সে আরও বলেছে, আমরা সামনের ও পেছনের সারিতে থেকে গাজার পরিস্থিতির উন্নয়নে কাজ করছি।

দ্য হেগের প্রতিবাদকারীরা গাজা যুদ্ধ থামানোর পাশাপাশি ইরানে সন্ত্রাসী ইসরায়েলের সাম্প্রতিক হামলারও নিন্দা জানিয়েছে। আল জাজিরার সাংবাদিক স্টেপ ভ্যাসেন বলেন, ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তিমূলক প্রচারণা সত্ত্বেও মানুষ মূল ইস্যু—গাজায় গণহত্যা—থেকে চোখ সরাচ্ছে না।

এদিকে শুধু নেদারল্যান্ডস নয়, একই দিন বেলজিয়াম, তুরস্ক, ব্রাজিল ও গ্রিসেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের চলমান অভিযানে গাজায় ২০ মাসে প্রায় ৫৫ হাজার ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই যুদ্ধ বন্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ এখন আরও জোরালো হচ্ছে।


1. Thousands attend ‘red line’ protest in The Hague against Israel’s Gaza war
– https://tinyurl.com/5n6z29yt
2. Over 100,000 people attend ‘red line’ protests for Gaza in Brussels and The Hague
– https://tinyurl.com/3sa9nxze

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলে প্রাণহানি বেড়ে ১৭
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু কনভয়ে ইত্তেহাদুল মুজাহিদিনের হামলা: ১০ শত্রু সেনা নিহত