আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

0
75

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দ্রুত ধাবমান এ দাবানল ৭৯ হাজার একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ক্যাল ফায়ার হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন এ খবর জানিয়েছে বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। ‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি ২ জুলাই, বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।

ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে। এটি এমন সময় ঘটছে যখন ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ৫ জুলাই, শুক্রবার জানিয়েছে, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আরও ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। সে ট্রাম্পকে কটাক্ষ করে বলেছে, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।

গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Madre Fire in California explodes to more than 79,000 acres
– https://tinyurl.com/mr4yf89s
2. Wildfire explodes to more than 79,000 acres
– https://tinyurl.com/myd53upb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল, এক দিনে শহীদ ৭৮
পরবর্তী নিবন্ধকেনিয়ায় সামরিক কনভয় ও সেনা ঘাঁটিতে শাবাবের অতর্কিত আক্রমণ: হতাহত ২০ এরও বেশি