
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান গজনি প্রদেশের সারদা বাঁধ এলাকায় বিশাল একটি নতুন বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনও সম্পন্ন হয়েছে।
গত ৫ জুলাই দেশটির পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পার্ক নির্মাণ করছে মুসলিম কাটাওয়াজি কোম্পানি, যারা প্রাথমিকভাবে ৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করছে। বর্তমানে ১০ একর জমিতে নির্মাণকাজ শুরু হয়েছে এবং এটি ধাপে ধাপে ১০০ একর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের জন্য পাঁচ বছরের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি ও জ্বালানি মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ, গজনি প্রদেশের গভর্নর মৌলভী আব্দুস সামাদ জাভেদ হাফিযাহুল্লাহ এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, সারদা বাঁধকে আফগানিস্তানের অন্যতম বৃহৎ বাঁধ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। আফগান সরকার বলছে, নতুন এই বিনোদন পার্কটি স্থানীয় জনগণ এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন বিনোদনের সুযোগ সৃষ্টি করবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র:
1. د سردې بند په سیمه کې د تفریحي پارک جوړولو پروژه پرانېستل شوه
– https://tinyurl.com/5n6dr6xc


