শরণার্থীদের পরিষেবায় ১৫০ কোটি আফগানি বাজেট বরাদ্দের ঘোষণা ইমারতে ইসলামিয়ার

0
58

ফেরত আসা শরণার্থীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান এবং অস্থায়ী আবাসন স্থাপনের উদ্দেশ্যে ১৫০ কোটি আফগানি বাজেট বরাদ্দের ঘোষণা করেছে ইমারতে ইসলামিয়া সরকার।

হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্তবর্তী অঞ্চলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা জানান ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহ সমূহে প্রায় ৫ লক্ষ শরণার্থী ইরান থেকে স্বদেশে ফিরে এসেছেন। অসহায় শরণার্থীদের দুর্দশা লাঘবের লক্ষ্যে ত্বরিত উদ্যোগ গ্রহণ করেছে তালিবান প্রশাসন।

সীমান্তের পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন। প্রত্যাবর্তনকারীদের সহায়তা সরবরাহে সরকারী পরিষেবা কমিটিসমূহ সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলেও তিনি অবগত করেন।

শরণার্থীদের সেবা প্রদানে অব্যাহত প্রচেষ্টার জন্য তিনি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, শরণার্থী বিষয়ক বিভাগ, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসলাম কালা অঞ্চলে পরিষেবা কমিটির প্রধান মৌলভী আহমদ কামিল হাফিযাহুল্লাহ বলেন, ফেরত আসা আফগান নাগরিকদের প্রতিদিন ৩ বেলা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এই মানবিক প্রচেষ্টায় একাধিক বেসামরিক স্বেচ্ছাসেবী সংগঠনের অপরিহার্য ভূমিকার কথা তিনি বর্ণনা করেছেন।

শরণার্থী বিষয়ক পাবলিক ইনফরমেশন কমিটি’র দেয়া তথ্যমতে, হেরাতের ইসলাম কালা সীমান্ত দিয়ে প্রতিদিন ৩০ হাজারের অধিক শরণার্থী ইরান থেকে আফগানিস্তানে প্রবেশ করছেন।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Allocates 1.5 Billion Afs for Refugee Services
– https://tinyurl.com/37x9yypa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের সামরিক প্রস্তুতির কিছু স্থির চিত্র
পরবর্তী নিবন্ধগাজায় ১১০ ফিলিস্তিনির প্রাণ নিয়েছে বর্বর ইসরায়েল, অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা