
কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে দুই প্যাকেট ইয়াবা ট্যাবলেটসহ পাচারকালে নুর মোহাম্মদ নামে এক বিএনপি নেতা বিজিবির হাতে আটক হয়েছে।
শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন।
আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মাদ ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র:
১. ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার
– https://tinyurl.com/a2jtvbn6


