
যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ মডেলের উড়োজাহাজ। স্থানীয় সময় ১৩ জুলাই, রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন ধরে যাওয়া বিমানের ধ্বংসাবশেষে বিস্ফোরণ হয় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
রবিবার বিকেলে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। কিন্তু রানওয়ে ত্যাগের পরপরই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটলে ভগ্নাবশেষে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত না হলেও স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত চালাচ্ছে।
বিচক্র্যাফট বি ২০০ ধরনের বিমান সাধারণত ২ জন পাইলট ও ৯ জন পর্যন্ত যাত্রী পরিবহন করতে সক্ষম। যদিও দুর্ঘটনার সময় এতে কত জন যাত্রী ছিল — তা এখনো জানা যায়নি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটি নেদারল্যান্ডভিত্তিক জিউশ এভিয়েশনের মালিকানাধীন ছিল। এটি মূলত অসুস্থ রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হতো এবং ভেতরে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত ছিল।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিসের দল পাঠানো হয়। পাশাপাশি, দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ চারটি অ্যাম্বুলেন্স দ্রুত সেখানে পাঠিয়েছে। এদিকে দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি জিউশ এভিয়েশনের ছিল। তারা আরও জানায়, এই ধরনের বিমান সাধারণত জরুরি মেডিকেল পরিবহন বা এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:
1 Southend airport shut and flights grounded after small plane crashes in flames
– https://tinyurl.com/2tutvytt
2. Southend Airport plane crash latest: Airport shut and flights cancelled as aircraft crashes moments after take-off
– https://tinyurl.com/2s3jdh8e


