বুরকিনায় ৫ দিনে মুজাহিদদের ১৫টি সফল অভিযান: ৫টি সামরিক ঘাঁটি বিজয়

0
170

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) সম্প্রতি বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে ১৫টি সফল অভিযান পরিচালনা করছেন। এতে কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত ছাড়াও মুজাহিদিনরা ৫টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন।

‘জেএনআইএম’ এর অফিসিয়াল মিডিয়া শাখা আয-যাল্লাকা সম্প্রতি ১১টি পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৬ জুলাই রবিবার থেকে ১০ জুলাই বুধবার পর্যন্ত আইএস খারেজি গোষ্ঠীর বিরুদ্ধে ২টি অভিযানের পাশাপাশি বুরকিনান জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৩টি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো বুরকিনা ফাসোর ৩টি রাজ্যের বিভিন্ন এলাকায় চালানো হয়েছে। মুজাহিদদের এসকল অভিযানে সবচাইতে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেদুগু রাজ্য, এই রাজ্যে মুজাহিদিনরা ৫দিনে ৯টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এমনিভাবে মুজাহিদিনরা গোয়া রাজ্যে ২টি এবং ডোরি রাজ্যে ২টি অভিযান পরিচালনা করেছেন। আর টিঙ্কোডুগু এবং সৌম রাজ্যে একটি করে মোট ২টি অভিযান পরিচালনা করেছেন।

মুজাহিদদের বীরত্বপূর্ণ এসকল অভিযানের ৫টিতে ৪ আইএস খারেজি এবং ১৭ জান্তা সদস্য নিহত হয়েছে। বন্দী করা হয়েছে আরও ২ শত্রু সৈন্যকে। মুজাহিদদের অন্য ১১টি অভিযানেও অসংখ্য শত্রু সৈন্য হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ‘জেএনআইএম’; তবে বিবৃতিতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয় নি।

বিবৃতি অনুযায়ী, মুজাহিদিনরা এই সময়ের মধ্যে বুরকিনান জান্তা বাহিনীকে হটিয়ে ২টি সামরিক ঘাঁটি এবং ৩টি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছেন। গনিমত হিসাবে জব্দ করেছেন ২টি সামুর যান, ১৮টি ক্লাশিনকোভ, ১টি ডিজেআই ড্রোন, ১টি মর্টার, ৩টি পিকে এবং ৩৯টি মোটরসাইকেল সহ অন্যান্য অসংখ্য সামরিক সরঞ্জাম। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর ৪টি সাঁজোয়া যান এবং বেশ কিছু মোটরসাইকেল সহ বহু সামরিক সরঞ্জাম ধ্বংস ও পুড়িয়ে দিয়েছেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4juefp4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৩৬০ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধভিডিও || আসামে নতুন করে ১,০৮০টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করল বিজেপি সরকার