আফগানিস্তানে আরও ৫৫০ সেনা সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

0
114

আফগানিস্তানে আরও ৫৫০ জন সেনা সদস্য সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক হয়েছেন। তারা এখন দেশ এবং জাতির সেবা ও সুরক্ষার জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে।

গত ১৪ জুলাই আফগান গণমাধ্যম বখতার নিউজ এক প্রতিবেদনে জানায়, নবীন সেনারা উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে অবস্থিত ২১৭ ওমারি সেনা কোর থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিন মাসব্যাপী এই কোর্সে সেনাদের চেকপয়েন্ট নিরাপত্তা, জনসাধারণের সঙ্গে যোগাযোগ, সন্দেহভাজনদের পর্যবেক্ষণ এবং অপারেশনাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

স্নাতকদের জন্য আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মাওলানা শেখ দাদ মুহাম্মদ মুহাম্মদী হাফিযাহুল্লাহ বলেন, ‘সেনাবাহিনীকে পেশাদারিত্বের সর্বোচ্চ মানে উন্নীত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।’


তথ্যসূত্র:
1. Hundreds of Soldiers Graduate from Military Training in Kunduz
– https://tinyurl.com/36va3bf7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আসামে নতুন করে ১,০৮০টি মুসলিম পরিবারকে উচ্ছেদ করল বিজেপি সরকার
পরবর্তী নিবন্ধগাজায় শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল