আফগানিস্তান-তাজিকিস্তান বাণিজ্য বাড়ল ৩১ শতাংশ

0
48

২০২৫ সালের ১ম ৫ মাসে আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিগত বছরের একই সময়ের তুলনায় ৩১.১ শতাংশ বেশি।

এর মধ্যে আফগানিস্তান রপ্তানি আয় করেছে ৮ মিলিয়ন ডলার এবং আমদানি করেছে প্রায় ৩২ মিলিয়ন ডলার মূল্যের সেবা-সামগ্রী। তাজিকিস্তানের পরিসংখ্যান সংস্থা এই সংক্রান্ত হালনাগাদ তথ্য জানিয়েছে।

আফগানিস্তান হতে রপ্তানিকৃত পণ্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন ডুমুর, কিসমিস ও তুলা। এছাড়াও রয়েছে কার্পেট এবং মূল্যবান ও আধা-মূল্যবান পাথর। একই সাথে তাজিকিস্তান হতে আফগানিস্তান আমদানি করেছে বিদ্যুৎ, নির্মাণ সামগ্রী, সিমেন্ট, কয়লা, খনিজ সার এবং খাদ্যদ্রব্য।

উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নেও আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ।


তথ্যসূত্র:
1. Afghanistan–Tajikistan trade grows by 31 percent
– https://tinyurl.com/3mbzset8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক বাহিনীর উপর ইত্তেহাদুল মুজাহিদিনের ১৩টি পৃথক অভিযান: অসংখ্য শত্রু সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধসিরিয়া ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া