সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া

0
105

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই হামলায় অন্যান্য অঞ্চলের পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কে আক্রমণ চালানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এই ধরনের আগ্রাসন একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন, পাশাপাশি তা সমগ্র অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তোলা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে একটি পদ্ধতিগত অপরাধ।

এই আগ্রাসন মোকাবেলায় উক্ত অঞ্চলের প্রভাবশালী দেশ ও সংস্থাসমূহকে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার, যেন অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা নিশ্চিত হয়।

এছাড়া সিরিয়ার জনগণ ও তাদের বৈধ সরকারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষায় এগিয়ে আসা উচিত বলেও বিবৃতিতে তুলে ধরা হয়েছে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Condemns Israeli Airstrikes in Syria
– https://tinyurl.com/3jpbjmwb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান-তাজিকিস্তান বাণিজ্য বাড়ল ৩১ শতাংশ
পরবর্তী নিবন্ধনাইজারে ‘জেএনআইএম’ মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৪৭ শত্রু সেনা নিহত