
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে হাজার হাজার বেসামরিক ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্র, ভিডিও ফুটেজ ও মানবাধিকার বিশেষজ্ঞদের বিশ্লেষণে। মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে দেয়ার পর থেকে গাজায় বর্বর ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, গাজার বহু শহর ও জনবসতিপূর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফুটেজে দেখা যায়, বিশাল বিস্ফোরণের মাধ্যমে সম্পূর্ণ অক্ষত ভবনও ইচ্ছাকৃতভাবে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। স্কুল, হাসপাতাল, টাওয়ার ব্লক এমনকি শিশুদের জন্য পরিচালিত আশ্রয়কেন্দ্রও রেহাই পায়নি এই ধ্বংসের হাত থেকে।
রাফাহ শহরের তেল আল-সুলতান এলাকায় একমাত্র মাতৃসদন হাসপাতাল ও অনাথ শিশুদের আশ্রয়কেন্দ্রসহ প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে জানা গেছে, জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত পুরো এলাকাটি মাটির সঙ্গে মিশে যায়। খুজা’আত, আবাসান আল-কবিরা ও কিজান আবু রাশওয়ানসহ দক্ষিণ গাজার শহরগুলোতেও এমন ধ্বংসের নজির পাওয়া গেছে। এক এলাকায় ১২০০টিরও বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী ইসরায়েল গাজা জুড়ে বিস্তৃত “নিরাপত্তা অঞ্চল” ও করিডোর তৈরি করেছে এবং এসব পথের পাশে ও আশপাশে বিপুলসংখ্যক ভবন ধ্বংস করেছে। সাম্প্রতিক একটি করিডোর পশ্চিম ও পূর্ব খান ইউনিসকে আলাদা করেছে, যার ভেতরে পড়েছে খুজা’আ ও আবাসান আল-কাবিরা। যুদ্ধের প্রাথমিক পর্যায়েই সীমান্তের কাছাকাছি ভবন গুঁড়িয়ে “বাফার জোন” তৈরির লক্ষণের কথা বিশ্লেষকেরা তুলে ধরেছিলেন; তবে সম্প্রতি যে সব এলাকা সমতল করা হয়েছে, তাদের অনেকই গাজার গভীরে অবস্থিত।
BBC Verify যাচাইকৃত এক ভিডিওতে দেখা গেছে, নিয়ন্ত্রিত বিস্ফোরণে পাশাপাশি দাঁড়িয়ে থাকা কয়েকটি টাওয়ার ব্লক একযোগে মাটিতে মিশে যায়। BBC Verify এ ধরনের ধ্বংসের তালিকা IDF-এর কাছে পাঠিয়ে নির্দিষ্ট সামরিক যুক্তি জানতে চাইলেও সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পায়নি।
দখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংসদ সদস্যদের সঙ্গে এক গোপন বৈঠকে—যা পরে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়—বলেছিল, ইসরায়েলি বাহিনী “আরও বেশি ঘরবাড়ি ধ্বংস করছে”, ফলে ফিলিস্তিনিদের “ফিরে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না।”
বিশ্লেষকদের মতে, গাজার অবকাঠামো ধ্বংসের এই ধারাবাহিকতা কেবল তাৎক্ষণিক সামরিক প্রয়োজন নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ —যার লক্ষ্য ভবিষ্যতে গাজার জীবনযাত্রা ও পুনর্গঠন আরও কঠিন করে তোলা।
তথ্যসূত্র:
1. Israel levelling thousands of Gaza civilian buildings in controlled demolitions
– https://tinyurl.com/4ysa8728


