আফগান-ট্রান্স রেলওয়ে প্রকল্প: আফগানিস্তান হবে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর

0
77

আফগান-ট্রান্স রেলওয়ে প্রকল্পের মাধ্যমে আফগানিস্তান আরও একটি আঞ্চলিক মেগাপ্রকল্পে অগ্রগতি প্রত্যক্ষ করছে। এটি ইমারতে ইসলামিয়ার দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক মেগাপ্রকল্প, যার উদ্দেশ্য মধ্য এশিয়াকে দক্ষিণ এশিয়ার সাথে রেলপথের মাধ্যমে সংযুক্ত করা। এর আগে আফগানিস্তানে টিএপিআই গ্যাসলাইন প্রকল্প চালু হয়েছিল, যার নির্মাণ কাজ বর্তমানে পুরোদমে চলছে।

সম্প্রতি কাবুলে আফগান-ট্রান্স প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি আফগানিস্তানের সাথে পাকিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। রেললাইনটি উজবেকিস্তান থেকে শুরু হয়ে, আফগানিস্তানের মধ্য দিয়ে অতিক্রম করে পাকিস্তানে যুক্ত হবে। কৌশলগত এই রেলপথ আফগানিস্তান ভূখণ্ডে প্রায় ৬৮১ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এই প্রকল্প আফগানিস্তানের আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বাস্তবায়িত হলে, আফগানিস্তান হবে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট সেতু। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিবহন ব্যবস্থা আফগানিস্তানের সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি তৈরি করবে।

প্রকল্পটি আঞ্চলিক সহযোগিতার নতুন অধ্যায় রচনা করবে। এর মাধ্যমে আফগানিস্তানে বাণিজ্য বৃদ্ধি পাবে, ট্রানজিট রাজস্ব বাড়বে, হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সাথে, এই প্রকল্পের বাস্তবায়ন আফগানিস্তানে বিদেশী বিনিয়োগকে আরও আকৃষ্ট করবে।

প্রকল্পটির আনুমানিক ব্যয় ৪.৮ থেকে ৭ বিলিয়ন ডলার হবে এবং এটি ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এটি সফলভাবে সম্পন্ন হলে, আফগানিস্তান তার স্থলবেষ্টিত অবস্থান থেকে একটি প্রধান আঞ্চলিক অর্থনৈতিক করিডোরে পরিণত হবে।


তথ্যসূত্র:
1. Afghan-Trans Project Launched to Link Central and South Asia
– https://tinyurl.com/vxbu4tmm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি: হেফাজতে ইসলাম
পরবর্তী নিবন্ধআবু উবাইদাহ হাফিযাহুল্লাহর নতুন বার্তা: দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ঘোষণা