
গাজার পক্ষে বিক্ষোভ এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের ডিগ্রি বাতিল করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ২২ জুলাই, মঙ্গলবার শিক্ষার্থীদের সংগঠন কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথিড ডাইভেস্ট (সিইউএডি) এ তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েক ডজন শিক্ষার্থীর উপর কঠোর শাস্তি আরোপ করেছে, যার মধ্যে রয়েছে বহিষ্কার, কোর্স থেকে স্থগিতাদেশ এবং একাডেমিক ডিগ্রি বাতিল।
কলম্বিয়া ইউনিভার্সিটি অপার্থেইড ডিভস্ট (সিইউএডি) নামের বর্ণবাদ বিরোদী ছাত্রসংগঠন-যারা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে সকল আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছিল, এক বিবৃতিতে জানিয়েছে—প্রতিবাদে অংশ নেওয়ার কারণে এখন পর্যন্ত প্রায় ৮০ জন শিক্ষার্থীকে হয় বহিষ্কার করা হয়েছে, নয়তো তিন বছর পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিইউএডি এই পদক্ষেপকে অতিরিক্ত কঠোর বলে নিন্দা জানিয়েছে। ২০২৪ সালের ক্যাম্পাসে তাবু গেড়ে আন্দোলন এবং ২০২৫ সালের গ্রন্থাগার দখলসহ ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদে অগ্রণী ভূমিকা রাখে সিইউএডি।
বিশ্ববিদ্যালয়ের কঠোর দমন-পীড়নের পরও শিক্ষার্থীরা আন্দোলন থেকে পিছু হটেননি। চলতি বছরের মে মাসে চূড়ান্ত পরীক্ষা চলার সময় শিক্ষার্থীরা বাটলার লাইব্রেরি দখল করেন। তাঁরা দাবি তোলেন, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে জড়িত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয় যেন বিনিয়োগ সরিয়ে নেয়। সেই সঙ্গে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন তাঁরা।
মঙ্গলবার কলম্বিয়া কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে ঘোষণা করা সর্বশেষ শাস্তিমূলক ব্যবস্থাটি এসেছে যখন গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি অবরোধের ফলে ব্যাপকভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এক দিনে ছয় সপ্তাহের এক শিশু সহ কমপক্ষে ১৫ জন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে।
তথ্যসূত্র:
1. Columbia University suspends, expels nearly 80 students over Gaza protests
– https://tinyurl.com/4w7bk6w8
2. Columbia University disciplines at least 70 students who took part in campus protests
– https://tinyurl.com/2hy34jt3


