আইনজীবী আলিফ হত্যা মামলাসহ আরও চার মামলায় জামিন নামঞ্জুর ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণের

0
98

আইনজীবী আলিফ হত্যা, পুলিশি কাজে বাধা ও আদালত চত্বরে ভাঙচুরসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছে। এই শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক আইন – শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

সকাল সোয়া এগারটায় এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ৩ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।


তথ্যসূত্র:
১.চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর
-https://tinyurl.com/2pns4u52

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় ৪টি ভিন্ন শত্রু অবস্থানে মুজাহিদদের হামলা: অন্তত ২৩ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধমিডিয়ার চাপের মুখে ‘মার্জিত ও শালীন’ পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের