
সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যের মাহাস জেলার উপকন্ঠে মোগাদিশু বাহিনী ও হারাকাতুশ শাবাবের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোগাদিশু বাহিনীর অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও ২৩ সৈন্য আহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২৩ জুলাই বুধবার বিকালে, পূর্ব হিরান রাজ্যের মাহাস জেলা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত বুবিসো নামক এলাকায় একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। আক্রমণটি উক্ত এলাকায় মোগাদিশু বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে চালানো হলে এলাকায় তীব্র লড়াই শুরু হয়। এসময় মুজাহিদদের আক্রমণে মোগাদিশু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
সূত্রমতে, এলাকায় মুজাহিদদের পরিচালিত এই অভিযানে মোগাদিশু বাহিনী অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও ২৩ সৈন্য আহত হয়। এই যুদ্ধে নিহত শত্রু সৈন্যদের মধ্যে হাসান ফারাহ গুলেদ নামে এক সৈন্যও রয়েছে, যে মোগাদিশু বাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তা আলি জেইতের ডেপুটি ছিল। এছাড়াও যুদ্ধে আলী জেইতের একটি NOAH গাড়িও পুড়ে গেছে এবং তার ব্যক্তিগত সহকারীর কানেও আঘাত লেগেছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ynazjr5y


