
গাজায় কথিত দশ ঘন্টার জন্য কৌশলগত যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রবিবার (২৭) জুলাই আল মাওয়াসি, দেইর- আল- বালাহ ও গাজা শহরের জন্য এই ঘোষণা দেয় তারা।
কথিত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরেও হামলা নতুন করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় চব্বিশ ঘন্টায় ৫৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও রবিবার দুই শিশুসহ ক্ষুধা ও পুষ্টিহীনতায় শহীদ হয়েছেন মোট ছয়জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক সংবাদে এই তথ্য জানিয়েছে।
এছাড়াও গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে আসা একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজের সাথে থাকা ২১ ক্রু সদস্যকেও আটক করে রাখা হয়েছে।
তথ্যসূত্র:
1. 53 killed in Gaza despite Israel announcement of ‘pauses’ in fighting
– https://tinyurl.com/2dhbpud9


