কথিত ১০ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণার দিনই ৫৩ জন ফিলিস্তিনিকে শহীদ করলো দখলদার ইসরায়েল

0
33

গাজায় কথিত দশ ঘন্টার জন্য কৌশলগত যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রবিবার (২৭) জুলাই আল মাওয়াসি, দেইর- আল- বালাহ ও গাজা শহরের জন্য এই ঘোষণা দেয় তারা।

কথিত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরেও হামলা নতুন করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় চব্বিশ ঘন্টায় ৫৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও রবিবার দুই শিশুসহ ক্ষুধা ও পুষ্টিহীনতায় শহীদ হয়েছেন মোট ছয়জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক সংবাদে এই তথ্য জানিয়েছে।

এছাড়াও গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে আসা একটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজের সাথে থাকা ২১ ক্রু সদস্যকেও আটক করে রাখা হয়েছে।


তথ্যসূত্র:
1. 53 killed in Gaza despite Israel announcement of ‘pauses’ in fighting
– https://tinyurl.com/2dhbpud9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ক্ষুধা ও পুষ্টিহীনতায় ০২ শিশুসহ আরও ০৬ জন শহীদ
পরবর্তী নিবন্ধভারতে মন্দিরে পদদলিত হয়ে ০৬ জনের মৃত্যু; আহত অর্ধশতাধিক