ভারতে মন্দিরে পদদলিত হয়ে ০৬ জনের মৃত্যু; আহত অর্ধশতাধিক

0
38

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। মূল মন্দিরে যাওয়ার পথে সিঁড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। রবিবার (২৭ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই সংবাদ প্রকাশ করে।

পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট আহতের সংখ্যা ৫৫ জন বলে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. 6 Dead, Several Injured In Stampede At Haridwar’s Mansa Devi Temple
– https://tinyurl.com/4zh3542u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকথিত ১০ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণার দিনই ৫৩ জন ফিলিস্তিনিকে শহীদ করলো দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশে আরও ১টি দীর্ঘ পারিবারিক দ্বন্দ্বের অবসান