সোমালিয়ায় শত্রু অবস্থানগুলো লক্ষ্য করে আশ-শাবাবের ১০টি পৃথক সফল অপারেশন

0
52

সোমালিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৩টি রাজ্যে ১০টি পৃথক অভিযান পরিচালনা করেছেন আশ-শাবাব মুজাহিদিন। গত ১৪ এবং ১৫ ডিসেম্বর সোমালিয়ার জুবা, বে এবং শাবেলি রাজ্যে মোগাদিশু বাহিনীর ৩টি সামরিক ঘাঁটি, কয়েকটি টহলদল এবং সমাবেশগুলো লক্ষ্য করে উক্ত অভিযানগুলো চালানো হয়, ফলশ্রুতিতে অসংখ্য শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৪ ডিসেম্বর রবিবার, হারাকাতুশ শাবাব প্রশাসনের সাথে যুক্ত মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যের কিসমায়ো শহরে মোগাদিশু বাহিনীর ৩টি আক্রমণ প্রতিহত করেছেন। শহরটির উপকন্ঠে বারসাঙ্গুনি এলাকায় মুজাহিদদের অবস্থানগুলো দখলের উদ্দেশ্যে মোগাদিশু বাহিনী আগ্রাসন চালানোর চেষ্টা করলে আশ-শাবাবের বীর মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণ চালান এবং শত্রুর আগ্রাসন সফলভাবে প্রতিহত করেন। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণ ও ভারী বোমা বিস্ফোরণের ফলে শত্রু বাহিনীতে ব্যাপক প্রাণহানি ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের কানসাজদের শহরে একটি মিলিশিয়া সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। এতে ঘটনাস্থলেই মোগাদিশু সরকারি মিলিশিয়াদের অন্তত ১ সদস্য আহত হয়। একই অঞ্চলের বাইদোয়া শহরে একটি মিলিশিয়া টহল দলের উপর বোমা হামলা চালান মুজাহিদিনরা। লক্ষ্যবস্তু টহল দলটির উপর বোমা বিস্ফোরণের ফলে মিলিশিয়া বাহিনীর অনেক সদস্য হতাহতের শিকার হয়।

এদিকে গত ১৫ ডিসেম্বর সোমবার, দক্ষিণ সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যের কিসমায়ো শহর এবং এর উপকণ্ঠে বারসাঙ্গুনি এলাকায় একাধিক সামরিক অপারেশন পরিচালনা করেন মুজাহিদিনরা। অঞ্চলটিতে শত্রু বাহিনীর একটি সামরিক কনভয় এবং কয়েক সমাবেশস্থল লক্ষ্য করে মুজাহিদিনরা উক্ত ধারাবাহিক অভিযানগুলো পরিচালনা করেন। মুজাহিদদের তীব্র আক্রমণ, বোমা বিস্ফোরণ এবং ভারী গোলাবর্ষণের ফলে অসংখ্য শত্রু সৈন্য এবং মিলিশিয়া সদস্য হতাহতের শিকার হয়। এছাড়াও শত্রু বাহিনীর একটি সামরিক যান ধ্বংসের পাশাপাশি অসংখ্য সামরিক সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়।

হারাকাতুশ শাবাবের দুটি নিরাপত্তা ইউনিট এদিন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার উপসাগরীয় অঞ্চলের বাইদোয়া শহরে দুটি অভিযান পরিচালনা করেন। এরমধ্যে একটি অভিযান চালানো হয় শত্রু বাহিনীর একটি টহলদল লক্ষ্য করে। অন্য অভিযানটি মোগাদিশু বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছে। একই শহরের বুরজিদ এলাকায়ও এদিন একটি মিলিশিয়া ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান মুজাহিদিনরা। উপসাগরীয় অঞ্চলে শাবাবের এসকল সফল অভিযানের ফলে অসংখ্য শত্রু সৈন্য ও মিলিশিয়া সদস্য হতাহতের শিকার হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামি ব্যবস্থার প্রতিরক্ষা প্রতিটি আফগানের জন্য ফরজ
পরবর্তী নিবন্ধশরিয়াহর পূর্ণ বাস্তবায়ন ও আন্তরিক জনসেবার আহ্বান আমীরুল মু’মিনীনের