মালিতে আফ্রিকান কর্পস ও জান্তা বাহিনীর কনভয়ে জেএনআইএম মুজাহিদদের হামলা

0
31

আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা মালির টিম্বুকটো শহরে শত্রু বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে সফল হামলা চালিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা ২১ ডিসেম্বর রবিবার সকালে, মালির টিম্বুকটো ও গৌন্ডাম শহরের সংযোগকারী সড়কে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এই অঞ্চলে জান্তা বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে আফ্রিকান কর্পস মিলিশিয়া বাহিনীর একটি যৌথ সামরিক কনভয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এসময় মুজাহিদদের একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ফলে শত্রু সেনাসদস্যদের বহনকারী একটি সামরিক ট্রাক ধ্বংস হয়ে যায়। ফলশ্রুতিতে বেশ কিছু জান্তা ও রাশিয়ার ভাড়াটে সৈন্য হতাহতের শিকার হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4sez9rjj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকা লেনদেন
পরবর্তী নিবন্ধকাবুলে পাইকারি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণের কারণে ২২ লক্ষ ডলারের ক্ষয়ক্ষতি রোধ