ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতে হবে

0
927
ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতে হবে

ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছে, ভারত মাতা কি জয় যারা বলবেন একমাত্র তাদেরই এদেশে থাকার অধিকার রয়েছে। এদেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে।

পুনেতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৫৪তম জেলা সম্মেলনে এসে সে আরও বলেছে, ভগত সিং, নেতাজি সুভাষ চন্দ্র বোসের বলিদান ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বাধীনতার ৭০ বছর পর কে দেশের নাগরিক আর কে নয়, তা নমিয়ে দ্বন্দ্বে পড়ার কোনও মানে নেই।

আমরা এই দেশটাকে ধর্মশালা করে ফেলতে চাই না। এদেশে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতে হবে।

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র আরও বলেছে, অন্য দেশ থেকে এসে এখানে অনেকেই বসবাস শুরু করেছেন।

এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তবে একটা ব্যাপারে আমাদের সবার মত এক হওয়া উচিত। এই দেশে তারাই থাকতে পারবেন যারা ভারত মাতা কি জয় বলবেন!’

সূত্র: জিনিউজ বাংলা

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০১৯ সালে ২১০ আমেরিকানের মৃত্যু হলো নিজেদের হাতেই
পরবর্তী নিবন্ধভারতে গরুর জন্য ১০টি কম্বল দান করলেই পাওয়া যাবে বন্দুকের লাইসেন্স!