দেওবন্দ মাদরাসায় নজরদারি বাড়াতে লাগানো হচ্ছে সরকারী সিসি ক্যামেরা

0
1286
দেওবন্দ মাদরাসায় নজরদারি বাড়াতে লাগানো হচ্ছে সরকারী সিসি ক্যামেরা

এবার সরকারী সিসিটিভি ক্যামরার নজরদারির আওতায় আসছে ভারদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ।

দেওবন্দের ইসলামিক মিডিয়ার বরাতে জানা যায়, দেওবন্দ হিন্দুত্ববাদী প্রশাসন দারুল উলুম দেওবন্দ মাদরাসাসহ আশপাশের এলাকায় নজরদারি বাড়াতে সিসি ক্যামরা স্থাপন করছে। মাদরাসার চারদিকে ও আশপাশের রাস্তাগুলোতে এ ক্যামরা লাগানো হয়েছে বলে জানা যায়।

সূত্রমতে জানা যায়, জেলা পুলিশ কর্মকর্তা অলোক পান্ডে, এসএসপি দীনেশ কুমার ও পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তারা সিসিটিভি স্থাপনের জায়গা নির্ধারণ করে দেন। অফিসাররা দারুল উলুম দেওবন্দের বাইরে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামরা স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিজেপি সরকার দারুল উলুম দেওবন্দ কে সিএএ এনআরসি বিষয়ে ছাত্রদের আন্দেলনে না যাওয়ার আদেশ করতে কয়েকবার মাদরাসার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে মাদরাসার উপর নজরদারি বাড়াতেই এ পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়া | কুফ্ফার ও মুরতাদ বাহিনীর উপর আল-কায়েদার হামলা, নিহত ৩ এরও অধিক!
পরবর্তী নিবন্ধতিন বছরে ১৬ হাজারের বেশি বিভ্রান্তিকর ও মিথ্যা কথা বলেছে ট্রাম্প!