করোনায় সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে ইতিমধ্যেই ৭৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবার পুলিশের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল সেই ভাইরাস। ইতিমধ্যেই মুম্বইয়ে ২ পুলিশের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ হয়েছেন ৯৫ পুলিশ কর্মী। মৃত দুই পুলিশ কর্মীর মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সন্দীপ সুরে(৫২) ও চন্দ্রকান্ত পেন্ডুরকর। পেন্ডুরকর কর্মরত ছিলেন ভাকোলা থানায়। গত ২২ এপ্রিল তিনি বলেন শরীর খারাপ করছে।
এদিকে, পুলিশ কর্মীরা আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছে উগ্রবাদী প্রশাসন। মুম্বাইয়ে বিভিন্ন হাসপাতালে ৪০ জন পুলিশকর্মী ভর্তি রয়েছেন। আরও ৫০ জন করোনায় আক্রান্ত। ফলে চিন্তা বেড়েছে উদ্ধব ঠাকরে প্রশাসনের।