যোগীরাজ‍্যে ফের মুসলিম সবজি বিক্রেতাকে প্রাণনাশের হুমকি দিলো সন্ত্রাসী বিজেপি নেতা

0
772
যোগীরাজ‍্যে ফের মুসলিম সবজি বিক্রেতাকে প্রাণনাশের হুমকি দিলো সন্ত্রাসী বিজেপি নেতা

গত মঙ্গলবার মুসলিম সবজি বিক্রেতাদের বয়কট করার হুমকি দিয়েছিলো সন্ত্রাসী দল বিজেপির বিধায়ক মালাউন সুরেশ তিওয়ারি। এবার ফের এক মুসলিম সবজি বিক্রেতাকে চরম হুঁশিয়ারি দিয়েছে বিজেপির আরেক মালাউন বিধায়ক। আর এবারও সেই যোগীরাজ‍্য উত্তরপ্রদেশ। নিজের বাড়ির সামনে এক মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দেয় মাহোবা জেলায় চারখারির বিজেপি বিধায়ক মালাউন ব্রিজভুষণ রাজপুত।

খবরে উঠে এসেছে, “এলাকার কোথাও যেন আর না দেখি”, বলে মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দেয় বিজেপি বিধায়ক ব্রিজভুষণ রাজপুত। খবরে আরো বলা হয়েছে, একাধিকবার ওই সবজি বিক্রেতাকে নাম জিজ্ঞেস করা হয়। কিন্তু দুদিন আগে এক মুসলিম সবজি বিক্রেতাদের কাছ থেকে কোনো কিছু কিনতে বারণ করেন বিজেপির আর এক বিধায়ক। তাই সে ভয়ে নিজের প্রকৃত নাম গোপন করে হিন্দু নাম বলেছিলেন, এবং তাঁকে হেনস্থা করেন ব্রিজভুষণ রাজপুত। কামেরার সামনেই সবজি বিক্রেতাকে হুমকি দেন। নিজের মন্তব্য ও ভিডিও করে রাখেন বিধায়ক।

তিনি বলেন, “তোমাদের এই এলাকায় আর যেন না দেখা যায়। আমরা যদি তোমায় আবারও দেখি, তাহলে তোমায় মারব, এবং শিক্ষা দেব”।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে তাবলিগ জামাতের ১০ বাংলাদেশী মুসলিম আটক
পরবর্তী নিবন্ধমুম্বাইয়ে ৯৫ পুলিশকর্মী করোনা পজিটিভ, বিপাকে উদ্ধব প্রশাসন