ফিলিস্তিন | জেরুজালেম এবং রামাল্লা হতে ৫ মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ইহুদী সৈন্যরা।

0
815
ফিলিস্তিন | জেরুজালেম এবং রামাল্লা হতে ৫ মুসলিমকে গ্রেপ্তার করেছে দখলদার ইহুদী সৈন্যরা।

ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত জেরুজালেম এবং রামাল্লা শহর থেকে ৫ ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করেছে দখলদার ইহুদিবাদী ইসরাইল।

আল-কুদুস নিউজ এজেন্সীর সংবাদ সূত্রে জানা যায়, ১৪ জুন রবিবার খুব ভোরে ফিলিস্তিনের পশ্চিম তীরের জবরদখলকৃত জেরুজালেম এবং রামাল্লা শহরে মুসলিম বাড়িঘরে গ্রেপ্তারী এবং অভিযান চালিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরাঈলী সৈন্যরা।

এসময় দখলদার ইহুদী সন্ত্রাসী বাহিনী জেরুজালেমের “ওয়াই আল-জোয” গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে “ইউসুফ” এবং তার ভাই “মুহাম্মদ আস-সালতী” কে তাদের ঘর থেকে গ্রেপ্তার করেছে।

একই ভাবে ইসরাঈলি দখল বাহিনী অভিযান চলাকালীন “রামাল্লা” শহরের দুটি পৃথক এলাকা থেকে আরো ৩ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছিলো।

দখলদার ইহুদীদের হাতে আটককৃত ফিলিস্তিনী যুবকরা হলেন: মুহাম্মদ ওমর (২৩ বছর বয়সী), আসাইদ আদ-দ্বীন আবু শায়রা (১৭ বছর বয়সী) এবং ইব্রাহিম ওয়াজিহ আতাউল্লাহ্ (২৩ বছর বয়সী)।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকা | আল-কায়েদার নিয়ন্ত্রণাধীন ৩টি দেশের বর্তমান ম্যাপ।
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুরতাদ সরকারি পক্ষের এক ত্বাগুত বিচারককে হত্যা করছেন আল-শাবাব মুজাহিদিন।