দখলদার ইহুদিবাদী ইসরাঈলী বাহিনী জবরদখকৃত পশ্চিম তীরে অব্যাহত রেখেছে তাদের অবৈধ গ্রেপ্তার অভিযান। ৬/১৫/২০২০ ঈসায়ী সোমবার তারা সেখান থেকে মুক্তিপ্রাপ্ত বন্দী ও একই পরিবারের ৩ যুবককে সহ মোট ১২ জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে।
ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যমের তথ্য সূত্রে জানা গেছে, দখলদার ইহুদিবাদী ইরাঈলী সন্ত্রাসীরা “রামাল্লা” শহরে অভিযান চালিয়ে আমজাদ কানান হামিদ ও আহমদ ইয়াসিন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে, একই শহরের “মারওয়ান বারঘোট ইউনিভার্নিটি” এর এক শিক্ষার্থীকেও তারা গ্রেপ্তার করেছে।
রামাল্লার নিকটবর্তী “কারওয়াহ বানী হাসান” নামক শহরের একটি সামরিক চৌকি অতিক্রমকালে “খালেদ ইব্রাহীম” নামক এক যুবককেও ইহুদী সন্ত্রাসীরা গ্রেপ্তার করেছে।
দখলদার বাহিনী পশ্চিম তীরের “আনাবতা” শহর হতে গ্রেপ্তার করেছে মুক্তিপ্রাপ্ত বন্দী “মুরাদ শিহাব” কেও। এই গ্রেপ্তারির প্রতিবাদ জানালে তার ২ ছেলেকেও গ্রেপ্তার করে অভিশপ্ত এই ইহুদীরা।
এমনিভাবে নাবলুসের “বারাকা” নামক গ্রাম হতেও গ্রেপ্তার করা হয়েছে “মুহাম্মদ আব্দুল হামিদ” নামে এক যুবককে।
নিকৃষ্ট এই ইহুদীরা “জামাল জায়তারী” নামক আরো এক যুবককে গ্রেপ্তার করার পর তারা মুহতারামা মা ও বোনকেও নির্দয়ভাবে মারধর করেছে।