স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কোপালো সন্ত্রাসী যুবলীগকর্মী

0
783
স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কোপালো সন্ত্রাসী যুবলীগকর্মী

পটুয়াখালীর বাউফলে মোমিনুল হক (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে জাহিদ হোসেন কালা নামের এক সন্ত্রাসী যুবলীগকর্মী ও তার সঙ্গীরা। এ সময় মোমিনুলকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার বোন শারমিন নাহার (৫০)। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিলবিলাশ গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, মোমিনুল বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গুরুতর আহত মোমিনুলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বোন শারমিন নাহারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিলবিলাস গ্রামের যুবলীগকর্মী জাহিদ হোসেন কালা তার সঙ্গীদের নিয়ে স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ করতো। এ ঘটনার জেরে হামলার শিকার হন মোমিনুল।
সূত্র: আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি পণ্য প্রবেশে বাধা দিচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধঠুনকো অজুহাতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ করলো ভারত