খোরাসান | তালেবান নিয়ন্ত্রিত লোগার প্রদেশে অনুষ্ঠিত হলো “পিস অ্যান্ড ব্রাদারহুড’ নামে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠান

0
1526
খোরাসান | তালেবান নিয়ন্ত্রিত লোগার প্রদেশে অনুষ্ঠিত হলো “পিস অ্যান্ড ব্রাদারহুড’ নামে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের “সাংস্কৃতিক কমিশন” গত রবিবার ২৬ জুলাই লোগার প্রদেশের “চরখ” জেলায় ‘পিস অ্যান্ড ব্রাদারহুড’ (শান্তি ও ভ্রাত্বিত্ববোধ) নামে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন।

তালেবান জানিয়েছে যে, তাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন- শান্তিকর্মী মোহাম্মদ জামান মুজমিল, কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ ফয়েজ মোহাম্মদ জালান্দ, লেখক ও বিশ্লেষক শফি আজম, রাজনৈতিক বিশ্লেষক জাকির জালালী, লেখক হিদায়াত পাকতিয়ান, শীর্ষস্থানীয় কবি ও লেখক চিনার তাকওয়ার, মোহাম্মদ আলিম বিসমল, হামিদ মালং এবং আরও অনেক কবি।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবানদের সাংস্কৃতিক কমিশন এই কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং কবি, লেখক ও শান্তিকর্মীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুজাহিদগণ মিডিয়া কর্মী, তরুণ লেখক, কবি ও বিশ্লেষকদের সাক্ষাতকার নিয়েছিলেন, তারা সবাই ইমারতে ইসলামিয়ার প্রসংশা করেন এবং ক্রুসেডার আমেরিকার গত ২০ বছরে তালেবান বিরুধী অপপ্রচারের পড়েও তালেবানদের আজকের এই অবস্থা দেখে তারা খুবই অনন্দিত হন।

তারা আরো জানান যে, ২০০১ সালের পরে আমরা যে আবারো এমন একটি সুন্দর দিন এত তাড়াতাড়ি দেখতে পাব তা কল্পনাও করতে পারিনাই।

‘পিস অ্যান্ড ব্রাদারহুড’ কবিতা আবৃত্তি অনুষ্ঠানের কিছু দৃশ্য ।

সকল পিক এক ফাইলে দেখুন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | মুরতাদ বাহিনীর উপর মুজাহিদদের হামলা, নিহত একধিক, ২৭টি ভূমি মাইন গনিমত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে গোস্তাখে রাসূলকে আদালতেই গুলি করে হত্যা করলেন এক আশেকে রাসূল