মাদক আত্মসাতে এসআইকে শুধুই প্রত্যাহার

0
417
মাদক আত্মসাতে এসআইকে শুধুই প্রত্যাহার

কিশোরগঞ্জের ভৈরবে জব্দ করা মাদক আত্মসাতের চেষ্টার কারণে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।  বুধবার সকালে তাঁকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই এসআইসের নাম হানিফ সরকার। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টার ডিউটিতে নেতৃত্ব দেয় হানিফ সরকার। তাঁর সঙ্গে চারজন কনস্টেবল ছিলেন। বেলা আড়াইটার দিকে তাঁরা যান ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে। সেখানে গিয়ে কয়েকটি গাড়িতে তল্লাশি চালানো হয়। তিনটার দিকে একটি বাস থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজার পরিমাণ আট কেজি। কিন্তু এসআই হানিফ সরকার জব্দ গাঁজার পরিমাণ কম দেখাচ্ছে বলে পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ যায়। পরে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হানিফকে শুধু প্রত্যাহার করা হয়। প্রথম আলো

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার ভারতে অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন
পরবর্তী নিবন্ধদেড় কিলোমিটারে ৪ সেতু, কাজে আসছে না একটিও