ফ্রান্সে শাতেমে রাসূল শিক্ষককে হত্যা: হয়রানি করতে ১৩ বছরের মুসলিম স্কুলছাত্রীকে আসামী

0
1410
ফ্রান্সে শাতেমে রাসূল শিক্ষককে হত্যা: হয়রানি করতে ১৩ বছরের মুসলিম স্কুলছাত্রীকে আসামী

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছিল গত অক্টোবরে। সেই ঘটনায় হত্যায় প্ররোচনা দেওয়ার মিথ্যা অভিযোগ এনে স্কুলটির মাত্র ১৩ বছরের এক মুসলিম ছাত্রীকে আসামি করা হয়েছে।

নিহত শিক্ষকের আইনজীবী জানান, গত বছরের অক্টোবরে শিক্ষক স্যামুয়েল প্যাতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেন। এ সময় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে যায়।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে ছাত্রীটি বলেছে, বাড়ি গিয়ে আমি আমার বাবা-মাকে বিষয়টি বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথাটি জানিয়ে পোস্ট দিলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটির বাবা এবং ফেসবুকে ছড়িয়ে দেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি।

এদিকে, রাসূল প্রেমিক আব্দুল্লাখ আজোরোভ নামে ১৮ বছরের এক চেচেন বংশোদ্ভূত সাহসী যুবক গলা কেটে ওই কুলাঙ্গার শিক্ষককে হত্যা করেন। সন্ত্রাসী পুলিশও ওই যুবককে গুলি করে শহিদ করে দেয়। মুসলিম ছাত্রীটির আইনজীবী বেকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না।

সূত্র: বিবিসি

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযাকে দেখব, তাকেই গুলি করব: ভিডিওতে মিয়ানমার জান্তা বাহিনীর হুমকি
পরবর্তী নিবন্ধভারতের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, হামলা দিল্লির ক্যাম্পেও