ইসরাইলি দখলদার বাহিনী আরও এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনি গণমাধ্যমের সূত্রে জানা যায়, শুক্রবার (৬ আগস্ট) অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বেইতা গ্রামের কাছে ইসরাইলি সেনা চৌকি নির্মানের প্রতিবাদে অংশগ্রহণকারী ফিলিস্তিনিদের উপর হামলা চালায় সন্ত্রাসী ইসরাইলের সেনারা। এ সময় হানাদার বর্বর বাহিনীর তাজা গুলিতে ৫ সন্তানের জনক এক ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছেন আরও অনেকে।
চার মাসেরও বেশি সময় ধরে বেইতা গ্রামে ইসরাইলি চৌকি নির্মানের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ করছে ফিলিস্তিনিরা। দখলদার ইসরাইল অবশ্য এ এলাকা থেকে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সরিয়ে নিয়েছে। কিন্তু এখনও এ এলাকার দখল ছাড়ছে না। প্রবেশ করতে দেয়া হচ্ছেনা ফিলিস্তিনিদের নিজ জমিতে।